গোপালগঞ্জের অভিনেতা নজরুল রাজ দর্শক মহলে ব্যাপক সাড়া।

বিনোদন ডেস্কঃ

বিশিষ্ট শিল্পপতি, প্রযোজক, রাজনীতিবিদ, বঙ্গ টিভির পরিচালক, নজরুল রাজ। এবার তিনি এসব ছাপিয়ে দর্কশদের কাছে প্রিয় অভিনেতা। নজরুল রাজ নিয়মিত চলচ্চিত্র, নাটক প্রযোজনা ও অভিনয় করেন। গত ঈদুল ফিতরে বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউবে রাজ অভিনীত চারটি নাটক ও টেলিফিল্ম প্রচার হয়েছে। নাটকগুলো হচ্ছে এন সাখাওয়াত মানিকের ‘আঁড়াল’, তুহিন হোসেনের ‘মিয়া ভাই’, আসাদুজ্জামান আসাদের ‘রং নাম্বার’ ও প্রীতি দত্তের টেলিফিল্ম ‘দ্য মিরর’। এর মাঝে ‘আঁড়াল’ নাটকটি প্রচার হয়েছে একুশে টেলিভিশনে। নাটকটিতে বিপরীতে ছিলেন লাক্সতারকা নাদিয়া আফরিন মিম।

 এ ছাড়া  একুশেটিভিতে প্রচারিত ‘মিয়া ভাই’ নাটকের নাম ভূমিকায় ছিলেন নজরুল রাজ। বিপরীতে ছিলেন স্বাগতা। মাছরাঙা টিভিতে প্রচার হয়েছে টেলিফিল্ম ‘দ্য মিরর’। এতে বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। আর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে প্রকাশ পেয়েছে নেপালে চিত্রায়িত রাজ-মৌসুমি হামিদ অভিনীত ‘রং নাম্বার’।

এ প্রসঙ্গে নজরুল রাজ বলেন, ‘চারটি নাটকেই বেশ সাড়া পাচ্ছি। করোনা পরিস্থিতির কারণে শুটিং করা হয়ে উঠেনি, না হলে সংখ্যাটা আরো বাড়ত। এই নাটকগুলোর শুটিং শেষ করেছিলাম লকডাউন শুরুর আগেই। সবাই দোয়া করবেন পরিস্থিতিযেন স্বাভাবিক হয়ে যায়।

আমরা মিডিয়া সংশ্লিষ্ট সবাই যেন কাজে ফিরতে পারি।’ এদিকে শিগগিরই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়া থেকে নাটক নির্মাণ শুরু করবেন বলেও জানান নজরুল ইসলাম রাজ। এছাড়াও করোনা পরিস্থিতির কারণে নজরুল রাজ অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার করা হয়নি। মানবিক মানুষ হিসেবেও করোনার এই ক্রান্তিলগ্নে গোপালগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি I



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *