গোগালগঞ্জের করোনা প্রতিরোধে আরিবা এন্টারপ্রাইজ ও ক্যাফে রুবির সহযোগিতা।

গোপালগঞ্জ জেলায় কোভিড- ১৯ আক্রান্ত, অসহায় ও দরিদ্রদের পাশে গিয়ে দাড়াচ্ছেন “গোপালগঞ্জ বন্ধু মহল ” নামক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। গোপালগঞ্জ জেলার যে প্রান্ত থেকে ফোান আসুক না কেন “গোপালগঞ্জ বন্ধু মহল এর সদস্যরা ছুটে যায় করোনা আক্রান্তের বাড়ি। যেখানে যা প্রয়োজন তাই দিচ্ছে, গ্যাস সিলিনডার, মাক্স, হ্যান্ড সেনিটাইজার হ্যান্ড গ্লোবস ইত্যাদি। গোপলগঞ্জ বন্ধু মহল কে সাহায্য সহযোগিতা করছে গেপালগঞ্জ জেলার কিছু পরপোকারী নিস্বার্থ ব্যাক্তি।

সেই সাথে বন্ধু মহলকে সহযোগীতা করতে যোগ হলো গোপালগঞ্জ জেলার সভ্রান্ত পরিবারের সস্তান সাবেক হরিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান হায়দার মোল্লার কনিষ্ঠ পুত্র সোহেল রানা। তিনি গতকাল সন্ধার পর গোপালগঞ্জ বন্ধু মহল সেচ্ছা সেবকদলকে ১০ বোতল হ্যান্ড সেনিটাইজার ও ২৫ কাটুন মাক্স প্রদান করে গরীব, অসহায় করোনা আক্রান্ত রোগীদের পাশে দাড়ান। তিনি সমাজের সকল শ্রেণীর সচল ব্যাক্তিদেরকে, করোনা আক্রান্তদের পাশে দাড়ানোর আহব্বান জানান। তিনি আরও বলেন “গোপালগঞ্জ বন্ধু মহল” এর পাশে আপনরাও এগিয়ে আসুন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *