গোপালগঞ্জ জেলার কোভিড-১৯ এর তথ্য

১২/০৬/২০২০ গোপালগঞ্জ জেলার কোভিড-১৯ সম্পর্কিত তথ্যঃ

গোপালগঞ্জ করোনা রোগীর সংখ্যা যেন জ্যামিতিক হারে হু হু করে বাড়ছে। করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে জনসংখ্যা অনুপাতে আক্রান্তের আধিক্য বিবেচনায় গোপালগঞ্জ জেলাকে রেড জোনে চিহ্নিত করা হয়েছে।

গতকাল শুক্রবার পর্যন্ত জেলা থেকে ৩৬৬৩ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলে জানা যায়, মোট ৩৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যাঃ১৭২ জন -কোভিড-১৯ এ অদ্যাবধি মৃতবরণকারীঃ ৩জন।

নতুন শনাক্ত রোগীর সংখ্যাঃ ১৮ জন (সদর-১,কোটালীপাড়া-১,কাশিয়ানী-৯, মুকসুদপুর-৭) -অদ্যাবধি শনাক্ত রোগীর সংখ্যাঃ ৩৪২ জন – কোভিড-১৯ হতে সুস্থ হয়েছেনঃ ১৫৪ জন (নতুন-৫জন কোটালীপাড়া-১,মুকসুদপুর-৪) বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যাঃ১৭২ জন -কোভিড-১৯ এ অদ্যাবধি মৃতবরণকারীঃ ৩জন (সদর-১, টুংগিপাড়া-১,মুকসুদপুর-১) -অদ্যাবধি পাঠানো নমুনার সংখ্যাঃ৩৬৬৩ -উপজেলা ভিত্তিক শনাক্ত রোগীর সংখ্যাঃ- >সদর উপজেলাঃ৫১ জন (সুস্থ ১৯ জনসহ) >টুংগিপাড়া উপজেলাঃ ৫০ জন (সুস্থ ২৪ জন সহ) >কোটালীপাড়া উপজেলাঃ ৫৫ জন (সুস্থ ৩৬ জনসহ) >মুকসুদপুর উপজেলাঃ৮৩ জন(সুস্থ ৩৬ জনসহ) >কাশিয়ানী উপজেলাঃ ১০৪ জন (সুস্থ ৪০ জনসহ)

সূত্রঃ স্বাস্থ্য বিভাগ ওয়েবসাইট



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *