গোপালগঞ্জে চিকিৎসকসহ ২৫ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে এক চিকিৎসকসহ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৭ জনে।

শনিবার (৬ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- মুকসুদপুর উপজেলায় ৯ জন, টুঙ্গীপাড়া উপজেলায় ৫ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন, কোটালীপাড়া উপজেলায় ৪ জন ও সদর উপজেলায় ৩ জন। আক্রান্তদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও ওয়ার্ড বয় রয়েছেন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। বাকিদের মধ্যে ১২০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১৪৬ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন মুকসুদপুরে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎসকসহ ৫৮ জন, কাশিয়ানী উপজেলায় ৬৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ চিকিৎসকসহ ৩৬ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩৮ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও এক নার্সসহ ৪৬ জন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *