গোপালগঞ্জের মুকসুদপুরে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞের মুকসুদপুরের গোহালা ইউনিয়নের বিভিন্ন পেশায় নিয়োজিত গুনি ও কৃতি সন্তানদের উদ্যোগে এ প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে গোহালা ইউনিয়নের গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন স্হানে সরকারী, বেসরকারি জাতীয় প্রতিষ্ঠানে কর্মরত এলাকার গুণী ও কৃতিসন্তানেরা অংশগ্রহণ করেন । গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিয়ার খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সদস্য ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু। বর্তমানে কর্মব্যস্ত জীবনে পারস্পরিক সংযোগ ও সম্পর্ক বৃদ্ধি, সৌহার্দপূর্ণ, সমৃদ্ধ এবং একটি মানবিক সমাজ গঠনে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা বলে সম্মেলনের প্রধান অতিথি মনে করেন। অতিথি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরের পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু উপস্থিত ছিলেন। এছাড়াও গোহালা ইউনিয়নের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কর্মরত গুনি ও কৃতি সন্তানরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।