গেপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা

পরিকল্পিত ভাবে মাথার পিছনে ও মুখে ফুলকুচি দিয়ে আঘাত করে লুৎফর মোল্লাকে।হত্যার ঘটনাটি ঘটে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের রমজান সিকদারের বাড়ির সামনে। গত ৭/১০/২০২১ইং তারিখ, সময় রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে।

সরেজমিনে গেলে জানা যায়, মৃত লুৎফর মোল্লা (৫২) পিতা মৃত-আব্দুল কুদ্দুস মোল্লা ছিলেন একজন কৃষক, সেই সাথে গাছের ব্যাবসা সহ এলাকার কেউ টাকা পয়সা চাইলে ঋন দিত। তার তিন ছেলে এক মেয়ে।

বিস্বস্ত সুত্রে জানা যায় খুন হবার পূর্বে লুৎফর মোল্লা একই এলাকার আদর্শ গ্রামের রবিউলের চায়ের দোকানে চা খেয়ে একটি পান খাওয়ার মুহূর্ত্বেই তার ফোনে একটি কল আসে, কলটি পাওয়া মাত্রই দোকানদারকে টাকা দিয়েই দ্রæত বেরিয়ে যায়, কিছুক্ষন পরেই ছড়িয়ে পড়ে লুৎফর মোল্লার খুণ হয়ে যাওয়ার সংবাদটি। পরে টুঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মৃত- লুৎফর মোল্লার মেজ ছেলে সজিব মোল্লা(২৫) গনমাধ্যম কর্মীদের বলেন আমার বাবার সাথে কারোর কোন শক্রুতা ছিল না,তবে ময়েন সিকদার ও মাহফুজ নামক দুই জনের সাথে ঐ দিন টাকা পয়সার লেনদেন ছিল। তিনি আরও বলেন আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যাবস্থা করা হোক।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা এ কে এম সুলতান মাহামুদের কাছে মুঠোফোনে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, মামলার তদন্ত চলছে, এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় ্একটি মামলা হয়েছে যাহার নং-০২ (৩০২/৩৪) অজ্ঞাত আসামী।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *