প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২১, ১:১৯ অপরাহ্ণ
গৃহহীনদের ঘর উপহার সবচেয়ে বড় উৎসব, টুঙ্গিপাড়ায় ও ঘর পেলো ২৭ টি পরিবার
গতকাল ২৩শে জানুয়ারি টুঙ্গিপাড়ায় মুজিব শতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় ভূমি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্মিত বাড়ি পেয়েছেন সাতাশটি অসহায় ভূমিহীন পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি সহ ঘর প্রদান করা হয়।
গতকাল ২৩শে জানুয়ারি শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পরে টুঙ্গিপাড়ায় ২৭ টি পরিবারের মাঝে জমির দলিল ও কাগজপত্র হস্তান্তর করা হয়।
এ সময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ও ভূমি দিদারুল ইমরান পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর ঘূর্ণিঝড় আক্রান্ত ও নদীভাঙন কবলিত ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে একটি প্রকল্প গ্রহণ করে। ১৯৯৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট তিন লাখ ৮৫ হাজার ৪৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, একটি মানুষও গৃহহীন থাকবে না- এ লক্ষ্য সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে একক গৃহনির্মাণের মাধ্যমে দেশব্যাপী প্রথম পর্যায়ে ৬৬ হাজার ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ করে দেওয়ার কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে আট লাখ ৮৫ হাজার ৫২২টি পরিবারকে গৃহনির্মাণ ও ব্যারাকের মাধ্যমে পুনর্বাসন করা হবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত