গাইবান্ধায় ১১৫পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ২
গাইবান্ধা ১১৫পিস ইয়াবা উদ্ধার ৷ ইয়াবা সম্রাট রহিম ও তার স্ত্রী আরজিনা আটক এবং বিভিন্ন স্থানের জুয়ারু সহ গ্রেফতার ১৩ জন। সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে বাংলাদেশ পুলিশের আইকন ও গাইবান্ধা জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’র নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সাব ইন্সপেক্টর মোহাম্মদ জহিরুল হক সংগীয় অফিসার ফোর্সসহ ইং ১৮ই সেপ্টেম্বর ২০২০ইং রোজ শুক্রবার ২৩.২০ ঘটিকার সময় ফুলছড়ি থানাধীন কাতলামারী ঝানজাইল প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন জুয়ার আস্তানায় জুয়ার সরঞ্জামাদি সহ আটক করেন। আটককৃতরা হলেন, ১ টিটু মিয়া (৪৫) পিতা-মৃত মফিজুল ইসলাম ২. সোনা মিয়া (৪০) মৃত কাশেম ৩.আবদার আলী (৫০)পিতা মৃত আবুল কাশেম (৪) সুকুমার দাস (৪০) পিতা-মৃত দেবী চরণ (৫) শাহাবুদ্দিন জানু(৩৫) পিতা সুলতান খান সকলের সং কাতলামারী থানা ফুলছড়ি জেলা গাইবান্ধাদের খেলারত অবস্থায় আটক করে। সেখান থেকে ফেরার পথে গাইবান্ধা সদর থানাধীন বাদিয়াখালী বাজার সংলগ্ন এলাকায় রাত ০১.৪৫ মিনিটের সময় জুয়া খেলার আয়োজন কালে ,(১)মোহাম্মদ শাহিন মিয়া(৩৪) পিং আব্দুল সাত্তার সং রিফাইতপুর (২)শাহ আলম (৩৫)পিং মুনছুর আলী (৩)মিন্টু মিয়া (৩০) পিং মৃত জব্বার আলী (৪)জাবেদ আলী ৩৫) পিংমৃ কচিমুদ্দিন সকলের সং রামনাথের ভিটা (৫)সাওন (২৯)পিং মৃত বাবলু সং রিফাইতপুর থানা সদর (৬ আরশাদ (২১)পিং )নূরনবী সং ডিমলা পদুম শহর থানা সাঘাটা সকলের জেলা গাইবান্ধা দের আটক করে। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানাধীন ডিমলা পদুম শহরে ৩.২৫ মিনিটের সময় মাদক সম্রাট ইয়াবা ব্যবসায়ী পরিবার (১)রহিম মিয়া(৪২) পিতা সিদ্দিক হোসেন এর বাড়িতে তল্লাশি কালে ইয়াবা ব্যবসায়ী রহিম ও তার স্ত্রী (২)আরজিনা বেগম (৩৩)এর নিকট ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। তাদের দেওয়া তথ্য ভিত্তিতে সাঘাটা থানাধীন শিমুলতাইড় এলাকার ইয়াবা ব্যবসায়ী (মহাজন)'(৩) রাকিব(৩৫) পিতা গোলাম মর্তুজা এর ঘর তল্লাশি করা কালে তার বিছানায় সিগারেটের প্যাকেটের মধ্য হতে ১৫ পিস ইয়াবা উদ্ধারের সময় ঘরের পেছনের দরজা দিয়ে রাকিব সুকৌশলে পালাইয়া যায়। তাদের বিরুদ্ধে সাঘাটা থানার মামলা নং-১৪ তারিখ ১৮/৯/২০২০, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ দায়ের করা হয়।