গাইবান্ধায় নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন


নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার বিচার দাবিতে, রাস্তায় নামলো সাধারন মানুষ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এ সময় সড়ক অবরোধও করা হয় বিভিন্ন স্থানে।আজ গাইবান্ধার গোবিন্দগঞ্জ মায়ামনি চারমাথা মোড়ে সকাল ১০টায় গোবিন্দগঞ্জ উপজেলার সর্বস্তরের সচেতন ছাত্র জনতা এর আয়োজনে সারাদেশে সংঘটিত ধর্ষন,নারী নির্যাতন, যৌন নিপিঁড়ন এর প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের গোবিন্দগঞ্জ উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে, আরাফাতুল ইসলাম অহন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অয়ন সুলতান, রুপম চাকী, আহসান হাবিব আওয়াল, আসির আবরার আকিব। এ সময় আন্দোলনকারীরা সাত দফা দাবি উত্থাপন করেন, ৭দফা দাবি সমূহঃ ১/ ধর্ষণ আইন পুনঃ বিবেচনার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা। ২/ধর্ষণ জনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করা। ৩/ধর্ষিতার বিনামুল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান করা। ৪/প্রত্যেক জেলায় পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা। ৫/নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন করা। ৬/পূর্ববর্তী সকল ধর্ষণের মামলার রায় ৬ মাসের ভিতর সম্পূর্ণ করা। ৭/দ্রুততম সময়ে ধর্ষকদের আইনের আওতায় এনে ৫০-৬০ কার্যদিবসের ভিতর বিচার সম্পূর্ণ করা আরও উপস্থিত ছিলেন, বাবুল ইসলাম, আমিনুল ইসলাম শুভ, লুতফর রহমান জয়, মনির হোসেন, আরিফ ইসলাম, নিবিড় সরকার, আহসানুল হক জুয়েল, সোহান শাহরিয়ার, ফারদিন ইসলাম ফরহাদ,মুন্না,পাপ্পু আকন্দ,মুমিত সহ সাধারণ শিক্ষার্থী বৃন্দ। বক্তারা নারী নির্যাতনে অনতিবিলম্বে এদের স্বর্বোচ্চ শাস্তি প্রদানে আহব্বান জানান এদিকে নারী নির্যাতনের বিরুদ্ধে সারাদেশেই মানববন্ধন করেছেন ছাত্রছাত্রীরা। এছাড়া রংপুর, বগুড়া ,ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানেও মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে