গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত।

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, সকাল সাড়ে ৮টায় পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, সার্কিট হাউজ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, বাদ জোহর বিভিন্ন মসজিদে মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। এছাড়া হাসপাতাল, শিশু সদন এবং কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মাসুদার রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মো. শাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আলী আকবর প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভাগ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, জেলা পরিষদ, রেড ক্রিসেন্ট, সদর উপজেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ পুষ্প্যমাল্য অর্পন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *