গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবা সহ আটক- ০১
অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২০ খ্রীঃ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকের নেতৃত্বে একটি টিম রাজাহার ইউপির রাজাবিরাট সিএনজি স্ট্যান্ড এলাকা হতে অভিযান চালিয়ে আসামি হাসান(২০) পিতা নুর আলম সাং গাড়ইল থানা কালাই জেলা জয়পুরহাট কে ৫১ পিস ইয়াবা সহ আটক করে। থানাসূত্রে জানাযায়ঃ উদ্ধার কৃত ইয়াবার মূল্য অনুঃ ১০ হাজার টাকা। উক্ত আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।