গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ কতৃক দুই অভিযানে ৮’শ গ্রাম গাঁজা সহ আটক ২


গত ১৬ সেপ্টেম্বর ২০২০ খ্রীঃ রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই সজিব ও এসআই আলাউদ্দীনদ্বয়ের নেতৃত্বে একটি টিম গোবিন্দগন্জ থানাধীন কামারদহ ইউপির ভাগ গোপাল সাকিনের ধৃত আসামি এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আসামি ১। লিটন শেখ(৩০) পিতা সরফরাজ শেখ সাং ভাগ গোপাল থানা গোবিন্দগন্জ জেলা গাইবান্ধা কে ৫’শ গ্রাম গাঁজা সহ আটক করে। অপর একটি টিম এসআই মোবারকের নেতৃত্বে গোবিন্দগন্জ থানাধীন শালমারা ইউপির কলাকাটা হামছাপুর সাকিনের ধৃত আসামির বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আসামি ১। হারুনর রশীদ(৪৮) পিতা আবুল হক মন্ডল সাং কলাকাটা হামছাপুর থানা গোবিন্দগন্জ জেলা গাইবান্ধা কে ৩’শ গ্রাম গাঁজা সহ আটক করে। দুই অভিযানে উদ্ধার কৃত গাঁজার মুল্য অনুঃ ৮ হাজার টাকা। ’থানা সূত্রে জানা যায় আসামিদ্বয়ের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় দুটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। আসামি লিটনের বিরুদ্ধে পৃর্বের আরো একটি মাদক মামলা রংপুর আদালতে বিচারাধীন আছে