গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুলবাড়ি ইউনিয়নের সাতাইল বাতাইল গ্রামের আতাউর রহমান মন্ডলের বাড়িতে ঢুকে ঘরে বিভিন্ন আসবাপত্র ভাংচুর করার অভিযোগ উঠেছে। । অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ সেপেটম্বর ২০২০ তারিখ সকাল আনুমানিক ৬ টা ৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে লাঠি, দেশীয় ধারালো অস্ত্রসহ দল-বল নিয়ে বাড়ির ভিতরে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায় অভিযুক্তরা। বাধা দিতে গেলে আতাউর রহমান মন্ডলের স্ত্রী মোছাঃ মেরিনা বেগম গুরুতর আহত হন। এক পর্যায়ে অভিযুক্ত আসামিরা মেরিনা বেগমের পড়নের কাপড় ও চুলের মুঠি টানাহেচড়া করে তার শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনাকে কেন্দ্র করে ৪-জন ও অজ্ঞাতনামা ২/৩ জন কে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন আতাউর রহমান মন্ডল। অভিযুক্ত আসামিরা হলেন, মো ফেরদৌস পারভেজ, মোছাঃ ফাহিমা খাতুন, মোঃ ফরিদুল ইসলাম ও মোছাঃ পারভীন বেগম।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসানের সাথে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।