গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি গাঁজা সহ জিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক জিয়া বেনাপোল নামাজ গ্রামের বাওড় কান্দার শহিদুলের ছেলে।
বেনাপোল পোর্টথানা অফিসার ইনচার্জ মামুন খান জানান, মাদক পাচারের গোপন খবরে, নামাজ গ্রাম বায়তুল আকসা মসজিদের সামনে থেকে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। আটক আসামির নামে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।