গরিবের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জেলা প্রশাসকের ঈদ উপহার

পিরোজপুরে “ভলান্টিয়ার ফর বাংলাদেশ ” এর সহযোগিতায় গরিবের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জেলা প্রশাসকের ঈদ উপহার আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) উচ্চমূল্যের বাজারে জীবিকা নির্বাহ করতে হিমশিম খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাতদিনের শুকনো খাবার দিয়ে সহযোগিতা করছেন পিরোজপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। প্রাথমিকভাবে দশটি পরিবারের মাঝে এ খাদ্যদ্রব্য পৌছে দেয়া হয়।

“ভলান্টিয়ার ফর বাংলাদেশ “এর সেক্রেটারি রাইসুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন ধরে পিরিজপুরের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সময়ে সহযোগিতা প্রদান করে আসছি। আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামত, তাদের কাছে খাদ্য পৌছে দেওয়া ছাড়াও রমজান মাসে এতিমখানায় এতিমদের ইফতারি বিতরণ সহ অসহায় ও দরিদ্র মানুষের স্বাবলম্বী করার জন্য তাদের আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করে আসছি। ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট ইমন জানান, পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান এর উদ্যোগে এবার রমজান মাসে আমরা দরিদ্র এবং অসহায় পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার পৌঁছে দিয়েছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *