গফরগাঁওয়ে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ রোববার (৮ আগষ্ট ) সকালে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে ভার্চুয়াল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবন ভিত্তিক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। শুরুতে টিভিতে জন্মবার্ষিকী উদযাপন উপভোগ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানের উদ্বোধন করার পর গফরগাঁওয়ে ভার্চুয়াল আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজূল ইসলাম, সহকারি কমিশনার ( ভূমি ) কাবেরী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে উপজেলার ৭জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *