গফরগাঁওয়ে নিখোঁজ হওয়া মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজ হওয়া মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এর কর্মীরা। জানা যায়, নদীতে মাছ ধরতে গিয়ে আহাদ (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়। এর তিন ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার সকালে উপজেলার যশরা ইউনিয়নের সুতিয়া নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আহাদ যশরা গ্রামের রইছউদ্দিনের ছেলে ও স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, আজ শুক্রবার সকাল ৯টার দিকে আহাদ সুতিয়া নদীর শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ সংলগ্ন ব্রিজের নিচে মাছ ধরার সময় স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নদীর অপর পারের লোকজন লাশটি দেখে চিৎকার শুরু করেন। পরে লোকজন খোঁজাখুঁজি করেও আহাদের সন্ধান পায়নি। খরব পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় বহু খোঁজাখুঁজি করে প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলের ৭০ ফুট ভাটি থেকে আহাদের লাশ উদ্ধার করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *