খেলার মাঠ আর রাজনীতিতে সমান সক্রিয় থাকবেন সাকিব আল হাসান
মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী সাকিব আল হাসান রাজনীতি ও ক্রিকেট মাঠে সমানভাবে সক্রিয় থাকতে চান। আপাতত তিনি তার নিজ নির্বাচনী কাজ করবেন এবং বিজয়ী হলে কিভাবে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন করবেন সেই পরিকল্পনা করছেন।
আজ সোমবার(১৮ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিান বলেন,রাজনীতিতে আমি নতুন,ক্রিকেট মাঠের মতো রাজনীতিতেও সক্রিও থাকব।
রাজনীতি আর খেলার মাঠে সমান তালে তিনি কাজ করবেন বলে জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার।