খুলনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে সর্বমোট ৬১০ গ্রাম গাঁজাসহ ০২ জন গ্রেফতার


খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে (এস.আই) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে জানতে পেরে ২৮/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত ০৮.৩০ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া হইতে শলুয়া বাজারগামী উত্তর পাটকেলপোতা গ্রামস্থ জনৈক জিনারুল গাজীর বাড়ির সামনে পৌছায়ে আসামি (১) সৌমেন বৈরাগী (৩০), পিং- মিহির বৈরাগী, মাতা-ঝর্না মন্ডল, সাং- শৈলমারী (উত্তর পাড়া), (২) উৎসব হালদার (২০), পিং- মনোজ কান্তি হালদার, মাতা- কাকলী রায়, সাং- শৈলমারী (দক্ষিন পাড়া), উভয় থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক ১ নং আসামির নিকট হতে খবরের কাগজ দ্বারা মোড়ানো ৪০০ (চারশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং ২ নং আসামির নিকট হতে খবরের কাগজ দ্বারা মোড়ানো ২১০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২৮/০৫/২০২১ তারিখ রাত ০৮.৪৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা নং- ২৭, তারিখ- ২৯/০৫/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।