খুলনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে সর্বমোট ৬১০ গ্রাম গাঁজাসহ ০২ জন গ্রেফতার

খুলনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে সর্বমোট ৬১০ গ্রাম গাঁজাসহ ০২ জন গ্রেফতার

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে (এস.আই) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে জানতে পেরে ২৮/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত ০৮.৩০ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া হইতে শলুয়া বাজারগামী উত্তর পাটকেলপোতা গ্রামস্থ জনৈক জিনারুল গাজীর বাড়ির সামনে পৌছায়ে আসামি (১) সৌমেন বৈরাগী (৩০), পিং- মিহির বৈরাগী, মাতা-ঝর্না মন্ডল, সাং- শৈলমারী (উত্তর পাড়া), (২) উৎসব হালদার (২০), পিং- মনোজ কান্তি হালদার, মাতা- কাকলী রায়, সাং- শৈলমারী (দক্ষিন পাড়া), উভয় থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক ১ নং আসামির নিকট হতে খবরের কাগজ দ্বারা মোড়ানো ৪০০ (চারশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং ২ নং আসামির নিকট হতে খবরের কাগজ দ্বারা মোড়ানো ২১০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২৮/০৫/২০২১ তারিখ রাত ০৮.৪৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা নং- ২৭, তারিখ- ২৯/০৫/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *