সিরিয়ার জনগণের কাছে সাবেক পর্নতারকা মিয়া খলিফার ব্যাপারে তথ্য জানতে চাচ্ছেন মার্কিন সেনা সদস্যরা। এমনটাই দেখা গেছে টিকটকের এক ভিডিওতে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভিডিওতে দেখা যায়, মার্কিন সেনা সদস্য রিচার্ড উলফগ্যাং সিরিয়ার একটি তল্লাশি চৌকিতে দুই যুবককে দাঁড় করিয়েছেন। এরপর তাদের কাছে মিয়া খলিফার ব্যাপারে তথ্য জানতে চাচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, আমরা জানতে চাচ্ছিলাম- তারা মিয়া খলিফাকে দেখেছে কিনা?
ভিডিওটির নিচে অনেকেই লিখেছেন, সিরিয়ার ওই যুবকরা সত্যিই মজার মানুষ। যদিও মার্কিন সেনাবাহিনীর এ ধরনের আচরণ ও বিব্রতকর প্রশ্ন নিয়ে সমালোচনা চলছে। তাদের এ ধরনের আচরণ একেবারেই অপেশাদার বলে মনে করেছেন সমালোচকরা।
কমেন্টসে একজন লিখেছেন, পর্ন দেখে না বলে সিরিয়ার জনগণকে বোকা ভাবে মার্কিন সেনারা! মার্কিন সেনাবাহিনী এভাবেই সেখানকার জনগণকে বিবেচনা করে।