কোরবানিতে এবার বরিশাল কাপাবে ‘তুফান’

 বরিশাল দেখতে যেমন, তেমন তার রাজকীয় ভাব, মেজাজও তেমন বেশ গরম। দেখাশোনা করার জন্য রয়েছে তার তিন জন লোক। মালিক শখ করে নাম রেখেছেন ‘তুফান’। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রানীর হাট বাজার সংলগ্ন এলাকায় ইমদাদুল হক রায়হানের ফ্রিজিয়ান জাতের তুফান নামের গরুটি দেখতে দূরদূরান্ত থেকে প্রতিদিন লোকজন ছুটে আসছে। প্রায় ৬ ফুট উচ্চতার সাদা-কালো রংয়ের তুফানকে নিয়ে ইতিমধ্যেই বরিশালে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। গরুটির মালিক রায়হান বলেন, তুফানের খাদ্য তালিকায় রয়েছে ধান ভাঙ্গা, গম ভাঙ্গা, ভুট্রা ভাঙ্গা, নেপিয়ার কাঁচা ঘাস। দিনে তিন বার গোসল করাতে হয়। প্রতিদিন সঠিক পরিচর্যায় গরুটির পিছনে প্রায় ১২ শ’ টাকা ব্যয় হচ্ছে। পাশাপাশি তিন জন লোক তুফানের দেখাশোনা করছে। এছাড়া একজন লোক সার্বক্ষণিক তুফানের সাথেই রাখতে হয়। তিনি আরো বলেন, বর্তমানে তুফানের ওজন প্রায় ২৫ মন হয়েছে। গত বছর বরিশালের একটি হাটে তুফানকে উঠালে ক্রেতারা ৪ লাখ টাকা পর্যন্ত দাম উঠিয়েছে। দরদাম না মেলায় তুফানকে বিক্রি না করে আবার লালন পালন শুরু করা হয়। এ বছর সঠিক পরিচর্যায় আরো মোটা তাজা করে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে তুফানের দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। রায়হান বলেন, কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সেখানে লালনপালনে ব্যয়ভারের সাথে সামঞ্জস্য রেখে দাম হাঁকানো হয়েছে। তাছাড়া যদি কোন ক্রেতা গরুটি নিতে চায় তবে সেক্ষেত্রে দরদামের সুযোগ রয়েছে। সকলকে তিনি তুফানকে এসে ঘুরে দেখার আহ্বান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *