কোভিড-১৯দ্বিতীয় ধাপ ঠেকাতে পুলিশের অগ্রগামী ভূমিকা পালন
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় পুলিশ প্রশাসন উদ্ব্যোগ নিয়েছেন আজ রবিবার সকাল ১১টায় উপজেলার বিশ্বরোড ভাটিয়াপাড়া গোলচত্ত্বরে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃআজিজুর রহমানের আয়োজনে ভয়াবহ “করোনা”মোকাবেলায় এক পথ সভা হয়।
” মাস্ক পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ ” এ বিষয় ভিত্বির পর গণ সচেতনতা মূলক বক্তব্য রাখেন সিঃ এ এস পি-সার্কেল মোঃ শাহিনুর চৌধুরী,অফিসার ইনচার্জ মোঃআজিজুর রহমান,কাশিয়ানীর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সাজেদুল ইসলাম,সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃমশিউর রহমান খাঁন। পুলিশ সার্কেল মহোদয় বলেন,বিশ্বব্যাপি এই ভয়াবহ করোনা”নাকম মহামারীকে প্রাথমিক ভাবে সরকারের সঠিক সিধান্তে পরাস্ত করতে পেরেছিলাম কিন্ত পুনরায় এই কোভিড-১৯ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে তাই শুরুতেই করোনাকে নিস্তেজ করতে আমরা দেশব্যাপি বিভিন্ন উদ্ব্যোগ নিয়েছি।
আপনারা প্রত্যেকেই স্ব-স্ব অবস্থানে থেকে সচেতনতা অবলম্বন করুন, মাস্ক ব্যবহার করুর”সুস্থথাকার বড় মাধ্যম হলো মাস্ক।থানা কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের তত্বাবধানে উপস্থিতি সকলে মাস্ক বিতরণ করা এবং দ্রুতগামী পরিবহনের যাত্রিদের সচেতন করা ও গাড়িতে গাড়িতে মাস্ক দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা,শাজাইল ইউনিয়নের সমাজ সেবক বিশিষ্ঠ ব্যবসায়ী খিলক্ষেত থানা আ”লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাসার,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদসহ বিভন্নস্তরের লোকজন ও সাংবাদিক বৃন্দ।