করোনা প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার থানা চত্ত্বর থেকে শুরু করে মহুয়ার মোড় হয়ে উপজেলা সদর পর্যন্ত ভ্যান চালক ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কোটালীপাড়া থানার ওসি (তদন্ত ) মো: জাকারিয়া, এসআই হিমেল রানা, এসআই আব্দুল করিম, এসআই আমিনুলসহ থানার বিভিন্ন অফিসার ও কনস্টেবলগন উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। অনেকেই মনে করছেন করোনা চলে গেছে। এ জন্য অধিকাংশ মানুষই এখন মাস্ক পড়ছেন না। যার ফলে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্তর সংখ্যা বাড়ছে। এ জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী জনগনকে সচেতন ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য এ কর্মসূচি হাতে নিয়েছে।