কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। শনিবার উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে নির্মিত জ্ঞানের আলো পাঠাগারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জ্ঞানের আলো পাঠাগার বই পড়া আন্দোলনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে কাজ করছে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি।
পাশাপাশি বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের দুর্নীতি ও অনিয়মগুলো তুলে ধরেছি। এতে ক্ষিপ্ত হয়ে ডা. নন্দা সেন গুপ্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জ্ঞানের আলো পাঠাগার কর্তৃক স্থাপিত মাতৃদুগ্ধ কর্ণারটি ভেঙ্গে ফেলেন। আমরা তার এই হীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ডা. নন্দা সেন গুপ্তকে দুর্নীতি পরায়ন কর্মকর্তা আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন থেকে দ্রæত সময়ের মধ্যে তার বদলীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ড মন্ডল।
এ সময় জ্ঞানের আলো পাঠাগারের অন্যতম সদস্য সুশান্ত বর্ণিক, খায়রুল ইসলাম, তানভীর তালুকদার, ইকবাল হোসেন, সজীব শেখ, মুন্না শেখ, পারভেজ শেখ, ইস্রাফিল খানসহ অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন। #