কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে মতিয়ার রহমান হাজরা জয়ী
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা চেয়ার প্রতীক নিয়ে ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঘাঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাদের আলী মিয়া ছাতা প্রতীক নিয়ে ৫৭ ভোট পেয়েছেন।
আজ রোববার সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
শান্তিপূর্ণ ভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার নিটুল রায়।
রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার নিটুল রায় ভোট গননা শেষে বিজয়ী হিসেবে মতিয়ার রহমান হাজরার নাম ঘোষনা করেন।
(Older) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু