কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নয়ন কর্মকার (১৯)নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত নয়ন বান্ধাবাড়ী গ্রামের ঝন্টু কর্মকারের ছেলে ও রামশীল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
আজ শনিবার বিকেল ৫ টায় উপজেলার রামলীল – নাগরা সড়কের বান্ধাবাড়ী নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত কলেজ ছাত্র নয়ন মটরসাইকেল নিয়ে রামশীল থেকে উপজেলা সদরে আসছিল।
এ সময় বান্ধাবাড়ী বাড়ী নামক স্থানে এসে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত নয়ন কর্মকার (১৯), কিশোর চৌধুরী (২০),অনুপ সরকার (১৯)কে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়ককে মৃত্যু বলে ঘোষনা করেন।
কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।