কোটালীপাড়ায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন


গোপালগঞ্জের কোটালীপাড়া ভাঙ্গারহাট বাজারে সোনালী ব্যাংকের ( এজেন্ট ব্যাংকিং) এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় ভাঙ্গারহাট বাজার নিউমার্কেটে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে গোপালগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সোনালী ব্যাংক ঘাঘর বাজার শাখার ম্যানেজার জয়ন্ত পাল, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রীদাম চন্দ্র ওঝা, সহ সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, সাবেক কলাবাড়ী ইউপি চেয়ারম্যান চারু চন্দ্র গাইন,বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভীম চন্দ্র বাড়ৈ, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন। এছাড়া আরো উপস্থিত ছিলেন – প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, কলাবাড়ী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট বিজন কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বাড়ৈ, কান্দি ইউপি চেয়ারম্যান তুষার কান্তি মধু, প্রফেসর আলাউদ্দিন হাওলাদার, এ্যাডভোকেট গুলজার হোসেন খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ সিকদার সহ আরো অনেক।