গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ৮ জানুয়ারি নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের সভাপতি রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, সমাজসেবক আবুল বশার হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন। উল্লেখ্য: নির্মল সেন ২০১৩ সালের ৮ জানুয়ারী রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন।