কোটালীপাড়ায় সাংবাদিকের মায়ের ইন্তেকাল


প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর মা সাহেদা বেগম (৯২) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। ১৮ মার্চ শুক্রবার বাদ জুম্মা উপজেলার কুরপালা মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রেসক্লাব কোটালীপাড়া, কোটালীপাড়া রিপোর্টাস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।