কোটালীপাড়ায় রথযাত্রা উপলক্ষে বর্ণাট্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত


গোপালগঞ্জের কোটালীপাড়ায় জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাট্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন শুক্রবার দুপুর ২ টায় ঘাঘর বাজার ইসকান মন্দির থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উত্তরপাড় তাপস সাধুর মন্দিরে গিয়ে শেষ হয়। ঘাঘর বাজার ইসকান মন্দিরের সাধারণ সম্পাদক বৃন্দাবন রাম দাসের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান শেখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, কোটালীপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক লিলা রানী দাস, কান্দি ইউপি চেয়ারম্যান তুষার মধু, শুয়াগ্রাম ইউপি চেয়ারম্যান অনুপ বৈদ্য, তমল বাড়ৈ, দিলীপ বাড়ৈ, প্রশান্ত বাড়ৈ সহ আরো অনেকে।