কোটালীপাড়ায় যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রমে আরো গতিশীলতা আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১২ টায় কোটালীপাড়া আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে প্রাথমিক সদস্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় শেখ হেলাল উদ্দিন এমপি বলেন,আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা বিশ্বাস করি আওয়ামীলীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধীদলের ষড়যন্ত্র প্রতিহত সহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করে যাবে।

এসময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হাজরার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ ৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোঃ শহীদ উল্লাহ খন্দকার, বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি নাদের আলি মিয়া, গোলাম কিবরিয়া দাড়িয়া, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, সদস্য জাহাঙ্গীর হোসেন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সহ- সভপতি কামরুল ইসলাম শাহ, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা আওয়ামী যুব লীগের সহ সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগ সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া সহ যুবলীগ ও র্বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *