কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাজাকার ও অমুক্তিযোদ্ধা কর্তৃক , বীর মুক্তিযোদ্ধাদের বে-সামরীক গেজেট নিয়মিতকরনের লক্ষে অনুষ্ঠিত যাছাই -বাছাই প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
পরে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন মুক্তিযোদ্ধাবৃন্দ। ২৮ মার্চ বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে উক্ত সংবাদ সম্মেলন আয়োজন করেন = বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম ।
সাবেক কমান্ডার হাজী আঃ মালেক সরদারের সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা প্রজন্ম পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ । এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন -– বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ, বীর মুক্তিযোদ্ধা আতাহার হোসেন , বীর মুক্তিযোদ্ধার ভাই ফারুকুজ্জামান ফুরূ । উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম পলাশ সরদার।