গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাঘর বাজারে প্রবেশ দ্বারে রাস্তার দু পাশে ফুটপাতের জায়গা দখল করে নিয়েছেন এক শ্রেনির অসাধু ব্যাবসায়ীরা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা খালেক,মোল্লা,নিপুন বিশ্বাস, বিশ্বজিৎ বৈদ্য, প্রকাশ অধিকারী অভিযোগ করে বলেন ঘাঘর বাজারে প্রবেশে ব্যাপক প্রতিবন্দকতা সৃস্টি করছে ব্যাবসায়ীরা। তারা রাস্তার দুই পাশের ফুটপাতের জায়গা দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান নির্মান করে জমজমাট ব্যাবসা করার ফলে রাস্তা সরু হয়ে যাওয়ায় যানবাহন চলাচলের কারণে যানজটের কবলে নাকাল হয়ে পড়েছে কোটালীপাড়াবাসী ।
এদিকে ঘাঘর বাজারের এই যানজট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ একর জমির মুলা ৪৬ কোটি টাকা পরিশোধ করে তার উপরে ২৪ কোটি টাকা ব্যায়ে পাশেই মনোরম পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশবান্ধব পৌর কিচেন মার্কেট নির্মান করেছেন। কিন্তু ফুটপাতের অসাধু ব্যাবসায়ীরা প্রধানমন্ত্রীর নির্মিত পৌর কিচেন মার্কেটকে উপেক্ষা করে ফুটপাত দখল করে যানজট সৃস্টি করে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন ।
যার কারনে সবসময় ঘাঘর বাজারে যানজট লেগেই থাকে ফলে অহরহ দুর্ঘটনার স্বীকার হচ্ছেন পথচারীরা, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের ভীর বেরে যাওয়ায় পায়ে হেটে প্রবেশ করাও মুশকিল হয়ে পড়েছে বর্তমানে ঘাঘর বাজারের অবস্হা নাজুক। তারা এ যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত করার জন্য পৌর মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তারাদের প্রতি দাবি জানিয়েছেন। পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ বলেন ফুটপাতের ব্যাবসায়ীদের জন্য পৌর কিচেন মার্কেটে সুন্দর ব্যাবস্হা রয়েছে। তার পরেও তারা কেন মানুষের চলাচলের ফুটপাত দখল করে যানজট সৃস্টি করছে,বুঝতে পারছিনা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহন করতে প্রশাসনের সহযোগীতা কামণা করছি।