প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২১, ৮:২৭ পূর্বাহ্ণ
কোটালীপাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাকিব শেখ (৩৫) কে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কুশলা ইউনিয়নের টিহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গোপান সংবাদদের ভিত্তিতে শুক্রবার উপজেলার টিহাটি গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাকিব শেখকে গ্রেফতার করা হয়। রাকিব শেখ উপজেলার টিহাটি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। গ্রেফতারকৃত রাকিব শেখকে আজ শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত