গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ভূয়া চিকিৎসক কে ৫০ হাজার টাকা জরিমানা তিন মাসের জেল ও অন্য আরেক জন কে পাচঁ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । গত (২০ ডিসেম্বর ) সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাঘর বাজারে অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথী আক্তার ও কোটালীপাড়া সহকারী কমিশনার ভূমি আফিয়া শারমিন ।
এ সময় ঘাঘর বাজারে অবস্থিত বিসমিল্লাহ মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ারের মালিক কে এম ফিরোজ হোসেন চিকিৎসার কোন স্যার্টিফিকেট না থাকায় ও নিজে ঔষধ তৈরী করার কারনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা সহ তিন মাসের সশ্রাম কারাদন্ড দেন । অন্য দিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে আদর্শ রায় মেডিকেল হল নামের ফার্মেসীর মালিক প্লাবন দাসকে ৫ হাজার টাকা জরিমান করেন । অভিযান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার এস এই ওবায়দুর রহমান।