কোটালীপাড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমিসেবা গ্রহণ এই প্রতিপাদ্য কে সমানে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ মে সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি তে এক আলোচনা সভায় এসে মিলিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিয়া শারমিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু,বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর, তহসিলদার জাহাঙ্গীর হোসেন গাজী সহ আরো অনেকে।