গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বুধবার কোটালীপাড়া মডেল রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মুহাম্মাদ আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ১১ নং পিনজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন - সাংবাদিক, কলামিস্ট ও লেখক খান চমন - ই - ইলাহি, কোটালীপাড়া ইসলামিক ফাউণ্ডেশন এর মডেল কেয়ারটেকার হারুন উর রশিদ, সাধারণ কেয়ারটেকার মাওলানা নাজমুল হক, মাওলানা আলী আকবর, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সিকদার, মাসুদুর রহমান, মাওলানা এনায়েত উল্লাহ সহ ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।