কোটালীপাড়ায় প্রভাবশালীর রোষানল থেকে বাড়ি ভিটা রক্ষার আকুতি

 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বডবাড়ি গ্রামের এক অসহায় পরিবারের দীর্ঘদিনের বসতবাড়ী দখলের চেষ্টাসহ বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। এই প্রভাবশালী সিন্ডিকেটের রোষানল থেকে অসহায় পরিবার তাদের দীর্ঘদিনের বসতভিটা ও মাথাগুজার ঠাঁইটুকু রক্ষা করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে গেলে বডবাড়ি এলাকার অসহায় পরিবারের নারী -পুরুষ কান্নাজড়িত কন্ঠে এই প্রতিবেদকের কাছে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। জানা যায়, বডবাড়ি এলাকার মৃত্যু গ্যনেন্দ্র নাথ বাড়ৈর ছেলে কালিপদ বাড়ৈ (৬৫), কালিপদ বাড়ৈর ছেলে রুইদাস বাড়ৈ (৩৫) ও গুরুদাস বাড়ৈ (৩০) দীর্ঘদিন যাবত এই বসতভিটায় বসবাস করে আসছে। কিন্তু গত কয়েক বছর যাবৎ এই নিরহ পরিবারগুলোর ভিটেমাটির উপর স্থানীয় প্রভাবশালী মৃত সুধীর সরকারের ছেলে সর্বহারা ডাকাত সরদারের নেতা সন্দীপ সরকারের লোলুপ দৃষ্টি পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ ওই প্রভাবশালী সিন্ডিকেট বিভিন্ন সময় আমাদেরকে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দিয়ে আসছে এবং আমাদের হত্যার হুমকি ধমকি দেয়।

ভুক্তভোগী কালিপদ বাড়ৈ, রুইদাস বাড়ৈ, গুরুদাস বাড়ৈ জানান,স্থানীয় দুস্কৃতিকারী চক্র সন্দীপ সরকার ও নিখিল সরকার আমাদের দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ীর জমি দখলের জন্য নানাভাবে হুমকী-ধামকী দিয়ে মোটা অংকের অর্থ দাবী করিয়া আসছিল। এনিয়ে চরম আতংকের মধ্যে দিন কাটচ্ছি। অভিযোগ উঠা সন্দীপ সরকার ও নিখিল সরকারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এই জায়গা আমরা দীর্ঘদিন যাবত ভোগ করে আসছি, আমরা কারো জায়গা দখল করি নাই । এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক ভিত্তিহীন অভিযোগ।

পার্শ্ববর্তী এলাকার সচেতন মহল জানান, দীর্ঘবছর ধরে এই জায়গায় কালিপদ বাড়ৈ গং বসতি স্থাপন করে পরিবার নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। কিন্তু সন্দীপ সরকার ও নিখিল সরকার জোড় পূর্বক কালিপদ বাড়ৈর বসতভিটা দখল করে ঘর উত্তোলন করেছে। এই অসহায় পরিবার জীবনের নিরাপত্তাসহ নিজেদের জন্মভিটে রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *