কোটালীপাড়ায় প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন

  গোপোলগঞ্জের কোটালীপাড়ায় লোহারংক গ্রামের প্রবাসীদের পরিবার সহ নীরহ এলাকাবাসীর উপর হামলা ভাংচুর ও লুটপাট বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীর পরিবার ।

রবিবার ৩০ জানুয়ারি সকাল ১০ টায় কোটালীপাড়া মুক্তিযোদ্ধা ভবনের ৩ তলায় ক্যাফে ৭১এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদি প্রবাসী মান্নান মোল্লার স্ত্রী মালা বেগম ।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী বাসার মোল্লার স্ত্রী খাদিজা ,ওমান প্রবাসী আহাদ আলীর স্ত্রী জরিনা বেগম ,প্রবাসীর মা মমতাজ বেগম সহ প্রায় ২৫ টি পরিবারের শিশু সহ সদস্যরা ।

তাদের অভিযোগ গত ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হিরন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দুই ম্বেম্বরদের সহিংসতায় মহিলা ম্বেম্বর রাসিদা বেগম ও তার স্বামী মন্টু শেখ এর লোকজন প্রবাসীদের বাড়ী ঘর ভাংচুর স্বর্ণলংকার নগদ টাকা লুট করে নিয়ে যায় ্এমনকি টিউবওয়েল পর্যন্ত খুলে নিয়ে যায় ।

আমরা আমাদের পরনের পোষাক ছাড়া কিছুই নিতে পারি নাই । প্রবাসীদের পরিবারের দাবী তারা এখন পালিয়ে বেরাচ্ছে, আমরা এর থেকে রেহাই পেতে চাই ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *