গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনাসভা,দোয়া মাহফিল ও জন্মদিনের কেক কাটা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভায়, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, এসএম হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া দাড়িয়া, আমিনুজ্জামান খান মিলন, প্রচার সম্পাদক হান্নান শেখ, শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ,মৎস্যজীবীলীগের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।