কোটালীপাড়ায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত ৪% রেয়াতী সুদে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে জনতা ব্যাংক।
 
আজ মঙ্গলবার জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার কাযার্লয়ের হলরুমে এ কৃষি ঋণ বিতরণ করা হয়। 
জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর বিভাগীয় কাযার্লয়ের মহাব্যবস্থাপক মো: হাবিবুর রহমান গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৯জন কৃষকের মাঝে ২৮ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ করেন।
জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক মেহেদী মাহামুদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: একরামুল হক আকন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, কৃষক বিধান চন্দ্র ঢালী, ললিত চন্দ্র বৈদ্য বক্তব্য রাখেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *