কোটালীপাড়ায় পুর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর মহিলাসহ আহত ৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুর্ব সক্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর মহিলা সহ ৪ জন আহত হয়েছে। ইউপি সদস্যরা ঘটনাস্হলে পৌছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার দক্ষিণ রামশীল গ্রামে। আহত মোহন লাল বাড়ৈ বলেন প্রতিবেশী পরিমল গুপ্ত তার গরু ও হাসঁ মুরগী দিয়ে দীর্ঘ দিন ধরে গায়ের জোরে আমার জমির ধান খাওয়াইয়ে আসছিলেন।

এঘটনায় কয়েকবার প্রতিবাদ করেছি কিন্তু তাতে তারা কোন কর্ণপাত করেনি এঘটনাকে কেন্দ্র বুধবার সন্ধ্যার পরে পরিমল গুপ্তের পরিবারের সাথে আমার পরিবারের কথাকাটাকাটি হয় এর মধ্যেই পুর্বপরিকল্পিত ভাবে পরিমল গুপ্ত, অবিলাশ গুপ্ত, অমিত গুপ্ত, প্রসঞ্জিত গুপ্ত, অজয় গুপ্ত ও পলাশ গুপ্ত সহ প্রায় একশত লোক এসে রামদা কুড়াল, লোহার রড ও বাশেঁর লাঠি নিয়ে হামলা চালিয়ে আমাদের বাড়ি ঘর ভাংচুর করে নগত অর্থ,স্বর্ন অলংকার ও মোবাইল ফোন লুটপাট করে এসময় আমরা বাধাঁ দিলে তারা আমাদের উপর হামলা চালিয়ে আমি এবং আমার স্ত্রী ইতি রানী বাড়ৈ (৪০) ছেলে সাগর বাড়ৈ (২২) ও প্রান্ত বাড়ৈ (১৮) কে আহত করে।

আমরা তাদের হামলার স্বীকার হয়ে প্রান রক্ষার্থে ঘরের উপরে গিয়ে আত্মগোপন করি।আমাদের আর্ত চিৎকারের খবর পেয়ে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুবল হালদার ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য উপানন্দ বালা কয়েকজন লোক নিয়ে এসে আমাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যাবস্হা করে। তাদের উপস্হিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ইউপি সদস্য সুবল হালদার বলেন মোহন লাল বাড়ৈর বাড়িতে হামলা চলিতেছে এমন খবর পেয়ে আমরা দুই মেম্বর ঘটনাস্থলে যাই গিয়ে দেখি পরিমল গুপ্ত সহ প্রায় একশতজন লোক রামদা,কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠি সোঠা নিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে,তারা আমাদের উপস্হিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্হল ত্যাগ করে চলে যায় পরে আমরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যাবস্হা করি।

এঘটনায় মোহন লাল বাড়ৈ বাদী কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *