কোটালীপাড়ায় নমুনা শস্যকর্তন ও টিশার্ট বিতরণ

নমুনা
 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধান ফসলের ফলন নিরুপনের জন্য টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ( ডিএই) এর নমুনা শস্যকর্তন ও টিশার্ট বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌরসভা ব্লকের রাঢ়ীর বিল গ্রামের বোরো চাষী বলরাম রত্নের রোপনকৃত ব্রিধান-৮৯ ধানের জমিতে নমুনা শস্যকর্তন ও টিশার্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শস্যকর্তন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ রাধাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি সর্বানন্দ বৈদ্য, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার, স্বপন মহালদার, মনোজ কুমার মৃধা ও সুমন মৈত্র উপস্থিত ছিলেন ।
উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বলেন,এ বছর কোটালীপাড়ায় ২৪৯৪৫ হেক্টর জমিতে বোরোধান চাষ হয়েছে এবং বোরোধানে বাম্পার ফলন হয়েছে, যদিও গত ৪ এপ্রিল কোটালীপাড়ায় কৃষি জমির উপর দিয়ে লু-হাওয়া বয়ে যাওয়ায় কিছু জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে।
আমরা প্রতি বছরের ন্যায় আবাদকৃত জাতের উপজেলা পর্যায়ে প্রতিটির জন্য ২০ বর্গমিটার করে একটি উত্তম, একটি মধ্যম ও একটি নিম্ন ফলনের ধানের নমুনা শস্যকর্তন করে থাকি এবং ব্লক পর্যায়ে আরো বেশী নমুনা শস্যকর্তন করা হয়, তারই ধারাবাহিকতায় আমাদের এই কর্তন।
এছাড়া মুজিববর্ষ উপলক্ষ্যে আগত চাষীদের উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদানের জন্য আগত চাষীদের মাঝে আমার ব্যক্তিগত তরফ থেকে টিশার্ট বিতরণ করা হয়েছে। শস্যকর্তন অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার প্রায় ৫০ জন কৃষক- কৃষানী অংশগ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *