কোটালীপাড়ায় নতুন করে ৩জন করোনায় আক্রান্ত

কোটালীপাড়া প্রতিনিধি :

গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে আরাে ৩ জন করােনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালাে ৪১ ।

আজ রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : সুশান্ত বৈদ্য বলেন , গত শনিবার ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানাে হয়েছিল । এদের মধ্যে কুশলা ইউনিয়নের জামুলা গ্রামে ১ জন , হিরণ ইউনিয়নের হিরণ গ্রামে ১ জন ও পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে ১ জন করে ৩ জনের পজিটিভ এসেছে । এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালাে ৪১। তবে এই ৪১ জনের মধ্যে ১৬ জন সুস্থ্য হয়েছে ।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *