কোটালীপাড়ায় নতুন করে দু’জন করোনায় আক্রান্ত
কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে দু’জন করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুশান্ত বৈদ্য বলেন,এ উপজেলায় ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।তাদের মধ্যে ৫ জনের পজিটিভ এসেছে।এই পাঁচ জনের মধ্যে দু’জন সুস্থ হয়েছেন।বর্তমানে তিনজন নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন।এই তিন জন একই পরিবারের সদস্য।এদের মধ্য একজন চিকিৎসক।
গত মঙ্গলবার এই চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসলে বুধবার ওই চিকিৎকের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়।তাদের মধ্যে দু’জনের রিপোর্ট গতকাল পজিটিভ এসেছে।