গোপালগঞ্জের কোটালীপাড়ায় “প্রতিদিন এক গ্লাস দুগ্ধ পান করি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উপলক্ষে দুধ খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে । ১ জুন দুপুরে উপজেলার কমলকুড়ি বিদ্যানিকেতন হল রুম সততা মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ১নং বাগান উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন কমলমতি শিক্ষার্থীর মাঝে এক প্যাকেট করে তরল দুধ বিতরণ করা হয়। প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ এর সহযোগীতায় জেলা প্রাণী সম্পদ দপ্তর গোপালগঞ্জ উক্ত কর্মসূচি বাস্তবায়ন করে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনূষ্ঠানে প্রধান অতিথী ছিলেন – জেলা প্রশাসক গোপালগঞ্জ শাহিদা সুলতানা । বিশেষ অতিথী ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইলিয়াসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কোটালীপাড়া এস এম মাহফুজুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন –- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুন চন্দ্র ঢালী, কমলকুড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন তালুকদার প্রমূখ।