গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ। কোটালীপাড়া থানার এস আই আঃ রাজ্জাক জানান গত ১৭ ফেব্রুয়ারী উপজেলার ফেরধরা গ্রামে এ ঘটনা ঘটে । তারা দুইজনে ফেরধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী । ধর্ষক ফেরধরা গ্রামের কালু মোল্লার ছেলে ছাকেন মোল্লা ( ৭০)। ঐ দুই শিশুর পরিবার জানায় Ñ শিশু দুটি বাড়ি থেকে একটু দূরে খালপাড়ে শাক তুলতে গেলে সাকেন মোল্লা জোড় পূর্বক একটি কুড়ে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এ ব্যাপারে ভুক্তভুগীর এক শিশুর পিতা বাদী হয়ে ২ মার্চ সাকেন মোল্লাকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করলে গতকাল বুধবার রাতে ফেরধরা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আজ ৩ মার্চ সকালে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করেন