গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিমুলবাড়ী গ্রামে সুপ্রীয়া বাড়ৈ (৯) নামক দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ও ফুলবাড়ি গ্রামের ফাতেমা খানম (১৫) নামক দশম শ্রেণির এক শিক্ষার্থী সহ দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সুপ্রীয়া এলাকার টুপু বাড়ৈর এবং ফাতেমা ঝন্টু শেখের মেয়ে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, মামা বই পড়তে বলায় অভিমান করে সুপ্রীয়া ঘরের মধ্যে আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। স্বজনেরা তাকে উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অন্য দিকে ফাতেমা খানমের লাশ নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলান্ত অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশ। সুপ্রীয়া লাশের সুরাতহাল সম্পন্ন করেন এস আই মোস্তফা এবং ফাতেমার সুরাতহাল সম্পন্ন করেন এস আই শামসুল হক। এ মৃত্যু দুটোর ব্যাপারে নিজ নিজ এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে- এটা হত্যা না আত্মহত্যা। পুলিশ লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেন।