কোটালীপাড়ায় দুই দফা হামলায় মা – মেয়ে আহত বাড়ী ঘর ভাংচুর
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাটা ধান চুরি করার সময় , বাধা দেয়ায় চোরের দুই দফায় হামলায় মা মেয়ে আহত ও ঘর বাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে ।
গত মঙ্গলবার দুপুরে উপজেলার হিরন গ্রামে এ ঘটনা ঘটে । ভুক্তভুগী আতাহার মোল্যা জানান- তাদের জমি থেকে ইরি ধান কেটে রাস্তার উপর রেখে আসলে , প্রতিবেশী মৃত্যু কেনাই শেখের ছেলে তোতা শেখ ও তার ছেলে কামিল শেখ , রাসেল শেখসহ অনেকে আতাহার মোল্যার ধান চুরি করে নেয়ার সময় বাধা দিলে , আতাহার মোল্যার স্ত্রী পারভীন বেগম ও মেয়ে সাবিনা বেগমকে পিটিয়ে মারাত্বক আহত করে । এবং বাড়ি ঘর ভাংচুর করে। স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া স্বাস্থ্য কম্পেলেক্স ভর্তি করে। তোতা শেখের স্ত্রী শরীফা বেগম বলেন আমরা তাদের কে মারপিট করি নাই।
এ ব্যাপারে আতাহার মোল্যার স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে নয়জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই সজীব শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে , তদন্ত অব্যাহত রয়েছে।