কোটালীপাড়ায় দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

 গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুইদিন ব্যাপী গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড় দৌর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ এপ্রিল বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণ পুজা উপলক্ষে বৈশাখী মেলা ও ঘোড় দৌর প্রতিযোগীতার আয়োজন করেন লাটেঙ্গাবাসী। উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রাশেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খানঁ,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কৃষ্ণ প্রষাদ মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ভীম চন্দ্র বাড়ৈ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরগোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ,যুবলীগ সভাপতি দিলিপ বাড়ৈ, রাধাগঞ্জ যুবলীগ সভাপতি অশোক বৈদ্য,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সঞ্জয় হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘ দিন ধরে লাটেঙ্গা মাঠে বৈশাখী মেলা ও ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ ঘোড় দৌর প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্জল থেকে ছওয়ারিরা তাদের ঘোড়া নিয়ে অংশ গ্রহন করেন।মেলা দেখতে পার্শবর্তি জেলাগুলো থেকে হাজার,হাজার নারী পুরুষ দর্শনার্থীরাদের আগমনে মুখোরিত হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠান শেষে ঘোড় দৌড় প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *